মাছ চাষে তিনটি গুরুত্বপূর্ন বিষয়
১। তাপমাত্রা
২। পি-এইচ
৩। অক্সিজেন
- প্রতিনিয়ত শ্যাওলা কচুরিপানা সহ পুকুর পাড়ের ঘাস, ঝোপ-ঝাড়, আগাছা, জঙ্গল পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে।
- পুকুর পাড়ে নারকেল ও সুপারী গাছ লাগানো উত্তম ।
- বাহিরের পানি পুকুরে ঢুকতে দেয়া যাবেনা।
- কীটনাশক স্প্রে করার পর পুকুরে কেউ স্প্রে-মেশিন যেন ধুতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে।
- পুকুরে মাছ ছাড়ার সময় ১০ লিটার পানিতে ৫০ গ্রাম পটাশ পায়মাঙ্গনেট মিশ্রিত পানিতে ১০ মিনিট মাছ রেখে তারপর পুকুরে ছাড়তে হবে।
- মাছকে প্রতিদিন সুষম-সম্পুরক খাবার দিনে ২ বার নির্দিষ্ট সময় নির্দিষ্ট স্থানে দিতে হবে।
- প্রতি মাসে একবার জাল টানতে হবে।
- মাছের রোগ প্রতিরোধে প্রতি মাসে নিয়মিত চুন প্রয়োগ এবং শীতের সময় বছরের অনান্য সময়ের চেয়ে ৩ গুন বেশী চুন প্রয়োগ করতে হবে।
- প্রতি মাসে পানির P.H.৭১/২ থেকে ৮১/২ আছে কিনা তা পরীক্ষা করতে হবে।
- মেঘলা দিনে পুকুরে সার প্রয়োগ এবং বেশী খাবার দেওয়া যাবে না।